শহীদ আহমদ খান।।
বাংলাদেশের মধ্যে প্রাণিজাত পণ্য উৎপাদন (দুধ, ডিম, মাংস) ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘দুধওয়ালা ফুড প্রোডাক্টস’। দেশের খ্যাতিমান আরেক দুগ্ধজাত প্রতিষ্ঠান মিল্কভিটা ও বগুড়ার এশিয়া সুইটমিটকে পেছনে ফেলে তারা অর্জন করেছে সরকারি এই পদক।
গতকাল বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ‘দুধওয়ালা ফুড প্রোডাক্টস’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার মোতাহের হোসেন সুহেলের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।
অনুষ্ঠানে প্রাণিজাত পণ্য উৎপাদন ক্যাটাগরিতে মিল্কভিটা দ্বিতীয় ও বগুড়ার এশিয়া সুইটমিট তৃতীয় স্থান অর্জন করেছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় দুধওয়ালা ফুড প্রোডাক্টস’র ব্যবস্থাপনা অংশীদার মোতাহার হোসেন সোহেল বলেন, ‘পরিশ্রমের পর যখন স্বীকৃতি আসে তখন ভালো লাগে এবং কাজের স্পৃহা অনেকগুণ বেড়ে যায়। সিলেটের সর্বস্তরের মানুষ দুধওয়ালাকে নিজেদের ব্র্যান্ড হিসেবে গ্রহণ করেছে, বিধায় অল্প সময়ে এ অর্জন সম্ভব হয়েছে। আগামিতেও ভোক্তাদের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে দুধওয়ালা।’
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে দুধওয়ালা সফল উদ্যেক্তা হিসেবে জাতীয় পুরস্কার ও ২০২২ সালে দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ডেইরি আইকন সম্মাননা লাভ করেছিল।