সিলেটে জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাবের আয়োজনে জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট নগরীর মজুমদারীর গ্রীন সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত “সমতায় তারুণ্য” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
বাংলাদেশের আট বিভাগে পরিচালিত এই প্রকল্প তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার বৈষম্য দূরীকরণ, অনলাইন সুরক্ষা, মিডিয়া লিটারেসি এবং যুবনেতৃত্বাধীন সংগঠনগুলোর মাধ্যমে সামাজিক পরিবর্তন আনতে কাজ করছে।
সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব, যা প্রকল্পটির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি যুব নেতৃত্বাধীন সংগঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন নিবন্ধিত—“মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে কুসংস্কার ও ভুল ধারণা নিরসন” শীর্ষক কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজন করে।
৫ম থেকে ৮ম শ্রেণির মোট ২৪ জন ছাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তারা মাসিক স্বাস্থ্যবিষয়ক প্রচলিত ভুল ধারণা ও সামাজিক বাঁধা দূরীকরণ নিয়ে আলোচনা করে। পাশাপাশি বিদ্যালয় ও সমাজে নিরাপদ, সহায়ক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব এর সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এবং তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ফ্রিডম ইউথ ক্লাবের এর সাধারণ সম্পাদক কামাল আহমদ দুর্জয়,তথ্য প্রযুক্তি শিক্ষা সম্পাদক সামিয়া আক্তার লিনা, প্রচার ও দপ্তর সম্পাদক নাইমা সিদ্দিকা,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা,সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা,বিদ্যালয় এর প্রধান শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।