জামালপুর প্রতিনিধিঃ
শিশুর সর্বোত্তম সুরক্ষায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। বিকাশ কেন্দ্রের কার্যক্রম লাগসই করতে সহায়কদের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিনব্যপী সক্ষমতার বিকাশ শীর্ষক প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। এতে ২৯ জন সহায়ক অংশ নেন।
বৃহস্পতিবার জামালপুর শহরের গ্র্যান্ড সাফির হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা বিষয়ক টেকনিকেল স্পেশালিস্ট জন পল স্কু, জামালপুর এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ কর্মকর্তা উজ্জ্বল পেট্টিক কোরাইয়া, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।
মিনারা পারভীন জানান জামালপুরে ৩৯ টি বিকাশ কেন্দ্রের ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা, ৬ থেকে ৯ বছর বয়সী শিশু এবং ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিয়ে জীবন দক্ষতা কেন্দ্র পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে ২০ জন করে শিক্ষার্থী থাকবে।
জামালপুর এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ কর্মকর্তা উজ্জ্বল পেট্টিক কোরাইয়া জানান ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ, জীবীকায়ন, শিশু সুরক্ষাসহ বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে।