পাইকগাছা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী এসময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারহুলা, মধুখালী, জামতলা বাজার, গেওবুনিয়া, চকরিবকরি , দিঘলিয়া , আসাননগর ও আলোকদ্বীপ এর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে ছুটে যান এবং তাদের খোঁজ-খবর নেন। গণসংযোগকালে বিভিন্ন সমাবেশে বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়ন সহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। দেলুটি ইউনিয়ন সহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুইসগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি। এ সময় তিনি জনমুখী উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। সর্বোপরি তিনি বলেন, দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। গণসংযোগে জেলা , উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।