ব্রাকসু নির্বাচন স্থগিত: প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল–শিক্ষার্থীরা

সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

 

বেরোবি প্রতিনিধি,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্রাকসু নির্বাচন কমিশন। প্রাথমিক ভোটার তালিকায় উল্লেখযোগ্য ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নেয়। ঘোষণার পরপরই নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের উত্তর গেটে তালা দিতে গেলে সেখানে উপস্থিত হয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরবরাহ করা ভোটার তালিকায় রয়েছে অসম্পূর্ণ তথ্য, বানান ভুল, অনুপস্থিত নাম ও হালনাগাদ না থাকা তথ্যের মতো বহু ত্রুটি। এগুলো সংশোধন না হলে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু আয়োজন সম্ভব নয় বলে কমিশন মনে করছে।

সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে বলা হয়, “যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক, নির্ভুল ও যাচাইকৃত ভোটার তথ্য আমাদের কাছে জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত ব্রাকসুর কোনো কার্যক্রম পুনরায় শুরু করা হবে না।”

এদিকে তালা দিতে যাওয়া শিক্ষার্থীদের থামিয়ে দিতে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়কে মবকারীদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনিক ভবনে তালা দিতে দেব না।”

এই সময় ভিপি পদপ্রার্থী এস এম আশিকুর রহমান বলেন, “আমরা আমাদের দাবি আদায় করবই। আগে ছাত্রলীগ বাধা দিত, এখন সেই কাজ ছাত্রদল করছে। ছাত্রলীগের কালচার বেরোবিতে থাকবে না।” তিনি অভিযোগ করেন, ছাত্রদলের আচরণে ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

নির্বাচন স্থগিতের ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে শিগগিরই আবার বসা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, “যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”