চুনারুঘাটে র‍্যাব-৯ এর অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীকুঠা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, শ্রীকুঠা বাজারস্থ জননী ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মিনিটের দিকে চুনারুঘাট থেকে নতুন ব্রিজমুখী একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। তখন গাড়িটি থামলেও ভেতরে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গাড়ির ব্যাকডালায় মাদকদ্রব্য রয়েছে। প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাকডালার ভেতরে খাকি রঙের কুচটেপ ও নীল পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহিন (২২), পিতা—মৃত আব্দুল মুনাফ, সাং আশিগর, থানা ফেঞ্চুগঞ্জ, সিলেট এবং গুলজার আহমেদ (২৫), পিতা—আব্দুল কাইয়ূম, সাং—জগজীবনপুর, থানা—সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

র‍্যাব জানায়, আটক দুইজন ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদের ও উদ্ধার করা মাদক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।