খালেদা জিয়ার সুস্থতা কামনায় কল্যাণ পার্টির দোয়া মাহফিল

বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

মোঃ মোহন আলী ।। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি ।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পল্টনস্থ একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান লায়ন সামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ বেগম খালেদা জিয়ার স্মৃতিচারন করে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, গত ১৬ বছর তিনি ফ্যসিস্ট হাসিনার রোসানলের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ্‌ বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই উনি আবার সুস্থতা ফিরে পাক এবং এই জাতির জন্যে আরও কিছু কাজ করে যাক। জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের জন্য তাকে খুব প্রয়োজন।

তার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও মহিলা কল্যাণ পার্টির সভানেত্রী শামীমা চৌধুরী, অতিরিক্ত মহাসচিব নিজামউদ্দিন মাহামুদ যুগ্ন মহাসচিব আবু ইউসুফ সুমন ও ডা. হাসান মেহেদী, দফতর সম্পাদক আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক ইস্রফিল হোসেন সহ কেন্দ্রীয় ও মাহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।