খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোহরাওয়ার্দী কলেজ ও হাসপাতালের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাকি মোঃ জাকিউল আলম সকলের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভালো গুণাবলী তুলে ধরেন এবং তার জন্য দোয়া চান।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন, অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন, ডাঃ আইনুল হক, ডাঃ নুরুজ্জামান খসরু, ডাঃ আহম্মদ মনজুরুল আজিজ ইমন, ডাঃ মির্জা গোলাম সারোয়ার মুন, ডা. সাজেদুল হক, ডাঃ কামরুল আকতার, ডা. নবির হোসেন, ডা. খন্দকার সোহেল উল্লাহ, ডা. আনোয়ার হোসেন, ডা. ফারহানা সোহেল, ডা. মুসা সুলতানা সুমি, ডা. সুলতানা আফরোজ, ডা. নিলোফার, ডা. শাহজাহান কবির, ডা. একেএম সাইফুদ্দিন, ডা. রশিদুল ইসলাম, ডা. মেজবাহুল বাহার খোকন,ডা. শাহেদ আশরাফ, ডা. কেয়া, ডা.উমর ফারুক, ডাঃ মেহেদী, ডাঃ শামসুল আরেফিন, ডাঃ জাহিদ, ডাঃ রাসেলসহ হাসপাতালের সকল বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা বৃন্দ।