পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ৩ ডিসেম্বর বুধবার দুপুরে যোগদান করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। পরে তিনি নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য ওয়াসিউজ্জামান চৌধুরী এর আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৯ সালে সহকারী কমিশনার পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর ২০২৩ সালে তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা পরিষদে কর্মরত ছিলেন। ওয়াসিউজ্জামান চৌধুরীর জন্মস্থান ময়মনসিংহ সদর। গর্বিত পিতা এবং মাতা চাকুরী শেষে অবসর জীবন যাপন করছেন। ওয়াসিউজ্জামান এর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রশাসনিক সব ধরনের সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসনের নবাগত নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।