খালেদা জিয়ার সুস্থতা কামনায় রমনা থানার বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

রমনা থানা বিএনপি’র উদ্যোগে এবং ড্যাব হলি ফ্যামিলি শাখার সহযোগিতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিদ্ধেশ্বরী বালুর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা থানা বিএনপি’র সভাপতি মোঃ আশরাফ । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি ড্যাবের সভাপতি ডাঃ মাসুদ আক্তার জিতু এবং কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এ কে এম মুজিবুল হক। আরো উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডাঃ মাহমুদুর রহমান মিহি, হলি ফ্যামিলি ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ কে এম জিয়াউর রহমান, হলি ফ্যামিলি ড্যাবের কোষাধ্যক্ষ ডাঃ রুহুল আমিন খান খোকন, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ ইফতেখার , ডাঃ জুবায়ের, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ মারিয়া মাহতাব, ডাঃ আরিফ, ডাঃ কুদরত, ডাঃ খিজির, ডাঃ সাজিদসহ বিশেষজ্ঞ চিকিৎসক,নার্স, স্বেচ্ছাসেবক ,কর্মকর্তা ও কর্মচারী, রমনা থানা বিএনপি, যুবদল ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ।

মির্জা আব্বাস মেডিকেল ক্যাম্প উদ্বোধনী ঘোষণার পূর্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং মেডিকেল ক্যাম্পে আগত স্থানীয় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।