ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থনে এ তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

 

মনসুর আহাম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

আজ ৬ ডিসেম্বর শনিবার জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থনে এ তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।ঠাকুরগাঁও ২ আসনের পার্থী আব্দুল হাকিম, জেলা জামায়েতর সাধারণ সম্পাদক অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্দে, ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার।