নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে দেশের সব উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন। অনলাইনে এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘ইতিহাস আমাদের এমন একটি সুযোগ দিয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যে নাও জুটতে পারে। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব; ব্যর্থ হলে জাতিকে বড় মূল্য দিতে হবে।’

তিনি পূর্ববর্তী নির্বাচনগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ‘বিগত সরকারের নির্বাচনগুলো ছিল প্রহসন। সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না।’

আগামী নির্বাচনকে একটি বিশেষ দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সঠিকভাবে আয়োজিত হলে দেশের জনগণের কাছে নির্বাচনের দিনটি ইতিহাসে বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ইউএনওদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে সরকার তার মূল লক্ষ্য সফলভাবে অর্জন করতে পারবে।’

এসময় ইউএনওদের ‘ধাত্রীর’ সঙ্গে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ধাত্রী ভালো হলে শিশুর জন্মও ভালো হয়—তেমনি আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করলে নির্বাচনও ভালো হবে।’

তিনি জানান, সামনে শুধু জাতীয় নির্বাচনই নয়, পাশাপাশি গণভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নির্বাচন পাঁচ বছরের জন্য, আর গণভোট নির্ধারণ করে দেবে আগামী বহু প্রজন্মের পথচলা’, বলেন প্রধান উপদেষ্টা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি—তার ভিত্তি স্থাপন করা সম্ভব এই গণভোটের মাধ্যমে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সরকারে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।