পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার সিনিয়র সিভিল জজ মো. কামরুজ্জামান পদোন্নতিপ্রাপ্ত হয়ে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বদলি আইনজীবী সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সমিতির দ্বিতল ভবনের মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক জিএম আককাছ্ আলি’র সঞ্চালনায় বক্তৃতা করেন, অ্যাড. মো. শফিকুল ইসলাম কচি, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, অজিত কুমার মন্ডল, আ. মালেক, জিএম আমজেদ হোসেন, অনাদি কৃষ্ণ মন্ডল, বেলাল উদ্দীন, দিপংকর সাহা, মো. আব্দুল রাজ্জাক, শেখ তৈয়ব হোসেন নূর, আমিরুল ইসলাম, একরামুল হক বিশ্বাস, মো. সাইফুদ্দিন, কাজী সাইফুল ইসলাম প্রমুখ । এসময় আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, জীবন পথের বাঁকে বাঁকে বিদায় অনিবার্য হয়ে আসে। আজকের বিদায় আমাদের জন্য আনন্দের। বিদায় এ সফলতার বিদায়। মো. কামরুজ্জামান একজন কর্মঠ, পরিশ্রমী, সৎ, নীতিমান ও মেধাবী মানুষ। তিনি যেখানে যাবে সেখানেই ভাল কিছু করবে। এতে করে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে মো. কামরুজ্জামান সব সময় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।