জাতির সংবাদ ডটকম।।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী। তিনি জানান, তার মাথা টার্গেট করে গুলি করা হয়েছিল। হাদী এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রয়েছেন।