বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র সঙ্গে পারফর্ম করার মাধ্যমে পরিচিত মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন। গায়িকা ক্যামরিনের সোশ্যাল মিডিয়ার পেজে তার আকস্মিক মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে এতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ ডিসেম্বর তার মৃত্যুর কথা জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
এক শোক বার্তায় বলা হয়েছে, আমাদের প্রিয় ক্যামরিনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আমাদের হৃদয় ভারাক্রান্ত। সে একজন উজ্জ্বল শক্তি ছিল, যার কণ্ঠস্বর, লাজুকতা ও উজ্জ্বল চেতনা অনেককে স্পর্শ করেছে। তরঙ্গের নিচে হোক বা মঞ্চে, সে ছিল একজন নির্ভীক শক্তি এবং সীমাহীন দয়াশীল।’
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের বাসিন্দা ক্যামরিনের জীবনের শুরু থেকেই সংগীতের প্রতি বেশ ঝোঁক ছিল। ২০০৮ সালে মাত্র ৯ বছর বয়সে রেকর্ড লেবেল ৫২৮০ মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার প্রথম একক ‘ওয়েট অ্যান্ড সি’ ২০১১ সালের শিশুতোষ কমেডি ‘জুডি মুডি অ্যান্ড দ্য নট বামার সামার’-এ প্রদর্শিত হয়। পাশাপাশি ‘সামার’ ও ‘সো হেয়াট ওহ ওয়েল’ গানগুলোও প্রদর্শিত হয়।
ক্যামরিন তার সুরেলা কণ্ঠের মাধ্যমে সংগীত ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছিলেন। ২০১১ সালে উদীয়মান পপ তারকা কোডি সিম্পসন এবং গ্রেসন চান্সকে তাদের যৌথ শিরোনামের ‘ওয়েটিং 4ইউ’ ট্যুরে কিশোর-কিশোরীদের জন্য উদ্বোধনীতে ডাকা হয়েছিল। একই বছর এ গায়িকা পপ-পাঙ্ক ব্যান্ড অলস্টার উইকেন্ডের সঙ্গে মিডওয়েস্ট ভ্রমণ করেন।
ব্রিটিশ বয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র জন্য ২০১২ সালের ‘আপ অল নাইট ট্যুর’ এবং ২০১৩ সালের ‘টেক মি হোম ট্যুর’-এ অংশগ্রহণ করেন। সবশেষ ট্যুরে ইউরোপে ৬০টিরও বেশি শোয়ে অংশগ্রহণ করেছেন। ২০১৬ সালে ওয়ান ডিরেকশনের ‘এক্স ফ্যাক্টর’ সাবেক ছাত্র ফিফথ হারমোনির সঙ্গে গার্লস গ্রুপের ৭/২৭ ট্যুরের ইউরোপীয় পর্বে ভ্রমণ করেন তিনি।
সাম্প্রতিক ‘গ্লো’, ‘ইজেড ইজেড’, ‘পেইন্ট আদার লাইফ’, ‘ড্যান্স উইথ সামবডি’র মতো একক গানগুলো প্রকাশ করেছেন ক্যামরিন। তার শেষ অ্যালবাম ইপি ‘লাভ ম্যাপস’ প্রকাশ হয় ২০২১ সালে।