মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধবনা দেয়া হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে শহিদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি এবং অফিসার ইনচার্জ শাহিন আলমের পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্যারেড, ডিসপ্লে শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বিজয় দিবসকে উদযাপন করা হয়। সকাল ১১টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সংর্বধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সংবর্ধ্বনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবুল বাশার, রফিকুল ইসলাম। উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, এবিএম মোক্তার হোসেন, শহীদ পরিবারের সদস্যরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।