মির্জাগঞ্জ বিএনপির স্বাধীনতা দিবস পালন; কেন্দ্রীয় কর্মসূচি অনুসরণ

রবিবার, মার্চ ২৬, ২০২৩

 

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ থেকে।

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি। ২৬ মার্চ ভোরে উপজলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের ও জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর পদযাত্রায় অংশ নিয়ে নেতৃবৃন্দ সকাল সাতটায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের তোরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে সাতটা নাগাদ দলীয় কার্যালয় ফিরে এসে আলোচনা সভার আয়োজন করেন।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেয় বিএনপির সাবেক আহবায়ক ও সভাপতি আলহাজ মোঃ আশ্রাব আলী হাওলাদার, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান এর সহধর্মিণী মোসাঃ হাসিনা বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃআবুল বাশার মোখলেচ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মী। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বলে ব্যাখ্যা দেন বক্তারা। মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী বলেন; দেশের এই ক্রান্তিলগ্নে নতুন করে শপথ নেওয়ার জন্য এবারের স্বাধীনতা দিবস অনেক বেশি গুরুত্ব বহন করে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক আমাদের দৃঢ় সংকল্পে সামনে এগিয়ে যেতে হবে।

আলহাজ মোঃ আশ্রাব আলী হাওলাদার স্বাধীনতা দিবসের এই সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতা-কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে উপজেলা বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর টেক ব্যাক বাংলাদেশ এর রূপরেখা সঠিকভাবে অনুসরণ করার আহ্বান করেন।