তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাপাহারে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নওগাঁর সাপাহারে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা সদরের মাহাথির ফল ভান্ডারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

এ সময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তছলিম উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মমুকুল), সাবেক আহবায়ক শাহ্ আলম, সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, যুব দলের যুগ্ম আহবায়ক আবু হাসনাত রেজা, মুরাদ শাহ্ চৌধুরী, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক সোহেল রানা, মহিলা দলের শাহানাজ পারভিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।