স্টাফ রিপোর্টার:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ১০ টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের সহ সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু, ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ শেখ ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ এরফানুল হক সিদ্দিকী, ডাঃ রোস্তম আলী মধু, ডাঃ মাসুদ আক্তার জিতু, ডাঃ মজিবুল হক দোয়েল, ডাঃ সামিউল ইসলাম বাবু,ডাঃ শাকুর, ডাঃ শহিদুল ইসলাম বাবুল, ডাঃ শেখ ফরিদ, যুগ্ম মহাসচিব ডাঃ শেখ ফরহাদ, ডাঃ শামসুল আলম, ডাঃ মনোয়ারুল কাদির বিটু, ডাঃ নিয়াজ শহীদ রানা,ডাঃ ফারুক আহমেদ, ডাঃ আবু নাসের, ডাঃ জাফর ইকবাল, ডাঃ আতিকুর রহমান সুজন,ডাঃ ফরহাদ হোসেন, ডা আশফাক নবী কনক, ডাঃ শহিদুল হক রাহাত, দপ্তর সম্পাদক( যুগ্ম মহাসচিব মর্যাদা) ডা: এরফান আহমেদ সোহেল, ডাঃ মাহামুদুর রহমান মিহি, সাংগঠনিক সম্পাদক ডা, জাভেদ, ডা, সায়েম মনোয়ার, ডা: বাসেদুর রহমান সোহেল, ডা:গালিব হাসান প্রীতম, ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ রেদওয়ান ফেরদৌস, সহ দপ্তর সম্পাদক আবু নুর মাসুদ রানা, ডা: কায়সার ইয়ামিন ঈষাদ, ডা:সফিকুল ইসলাম, ডা:মসিউর রহমান কাজল, ডা:শাহনেওয়াজ দেওয়ান,ডা: কামরুজ্জামান খান কাঞ্চন, ডা: ফারজানা ইসলাম রুপা, ন্যাবের সভাপতি বিলকিস জাহান চৌধুরী, আকরাম আলী,এম ট্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষারসহ ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছেন, দেশে অর্থনৈতিক অনেক স্বাবলম্বী ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন । অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং ড্যাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দোয়া ও মোনাজাত করেন।