সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর ফির মহল্লা এলাকায় লাইসেন্সবিহীন সুদের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুদের টাকা লেনদেন করে আসছেন এবং প্রতিদিন রাত ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কিস্তি আদায় করেন।
ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। একাধিক ক্ষেত্রে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি শক্তিশালী কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা কিস্তি আদায় ও ভয়ভীতি প্রদর্শনের কাজে জড়িত। এই গোষ্ঠীর কারণে ফির মহল্লা এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযোক্ত ব্যাক্তি সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এছাড়া তিনি একসময় ‘ডেবিল’ নামে পরিচিত একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার নেতৃত্বে অতীতেও একাধিক সহিংস ঘটনার কথা স্থানীয়ভাবে আলোচিত।
অভিযোগে বলা হয়, অভিযুক্তের বাসা ফির মহল্লার ফাহারিকাত এলাকায় ।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে তদন্ত করে অবৈধ সুদের ব্যবসা, কিশোর গ্যাং ও সংশ্লিষ্ট সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।