দিপু দাসের পরিবারকে রবিদাস উন্নয়ন পরিষদের সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহায়তার প্রদানের আশ্বাস

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫

 

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।

ময়মনসিংহের ভালুকায় রোববার ( ২১ ডিসেম্বর ) দুর্বৃত্তদের হাতে নৃশংস ভাবে নিহত হন গার্মেন্টস কর্মী দিপু দাস। নিহত দিপু দাসের মৃত্যুর খবরটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর নিজ উপজেলা তারাকান্দাধীন বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাড়িতে পৌঁছেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস ও ময়মনসিংহ জেলা রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি রিপন রবিদাস সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। এছাড়াও প্রশাসন, হিন্দু মহাজোট, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মানবাধিকার সংগঠন তাদের বাড়ি পরিদর্শন করতে দেখা যায়। জানাযায়, নিহত দিপু দাসের বাবার নাম রবি লাল দাস এবং তাঁর দেড় বছর বয়সী এক কন্যা রয়েছে।


এসময় আরো উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রবিদাস উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হেমেন্দ্র রবিদাস, নরসিংদী জেলার সভাপতি সুশীল রবিদাস, সহ- সভাপতি হৃদয় রবিদাস, মনোরদী উপজেলার সভাপতি ফোনীল রবিদাস এবং রবিদাস উন্নয়ন পরিষদের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুমন রবিদাস প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা শেষে নেতৃবৃন্দ নিহত দিপু দাসের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আর্থিক সহায়তাসহ ভবিষতে তারঁ পরিবারের পাশে থাকার আশ্বান প্রদান করেন।