স্পোর্টস ডেস্ক: ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস সংরক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা কোচের তালিকায় আধিপত্য দেখিয়েছেন স্প্যানিশ কোচরা। ক্লাব ফুটবল ক্যাটাগরিতে সেরা হয়েছেন প্যারিস সাঁ জার্মাঁর (পিএসজি) কোচ লুইস এনরিকে। আর জাতীয় দল ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
অন্যদিকে, ক্লাব ফুটবলে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেরা কোচের মুকুট জিতেছেন পিএসজির লুইস এনরিকে। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ থাকার সময় প্রথমবার এই খেতাব এনরিকে।
চলতি বছরে তার অধীনে ফরাসি ক্লাব পিএসজি মোট ৬টি ট্রফি (উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ, কাপ দ্য ফ্রান্স, ট্রফি দ্য চ্যাম্পিয়নস, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ) জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছে। এ জন্য তার সাথে আজীবনের জন্য চুক্তি করেছে পিএসজি।
ভোটের লড়াইয়ে এনরিকে এতটাই এগিয়ে ছিলেন যে, নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ব্যবধান ছিল বিশাল। ২২২ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা এনরিকের পেছনে দ্বিতীয় স্থানে আছেন ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির ইতালিয়ান কোচ এনজো মারেসকা (৬০ পয়েন্ট)। তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক (৫৭ পয়েন্ট)।
আন্তর্জাতিক ফুটবল ক্যাটাগরিতে দে লা ফুয়েন্তের অবস্থান ছিল জয়জয়কার। তার অধীনে ২০২৫ সালে স্পেন ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। ১৩৬ পয়েন্ট পেয়ে বর্ষসেরা হয়েছেন তিনি। এই তালিকায় ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উয়েফা নেশনস লিগজয়ী পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ। আর ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
জার্মানভিত্তিক এই প্রতিষ্ঠানটি ফুটবল বিশেষজ্ঞ এবং নির্বাচিত প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে প্রতি বছর ফুটবলে সেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।
বর্ষসেরা কোচের খেতাব জিতলেন এনরিকে ও দে লা ফুয়েন্তে
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক: ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস সংরক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা কোচের তালিকায় আধিপত্য দেখিয়েছেন স্প্যানিশ কোচরা। ক্লাব ফুটবল ক্যাটাগরিতে সেরা হয়েছেন প্যারিস সাঁ জার্মাঁর (পিএসজি) কোচ লুইস এনরিকে। আর জাতীয় দল ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
অন্যদিকে, ক্লাব ফুটবলে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেরা কোচের মুকুট জিতেছেন পিএসজির লুইস এনরিকে। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ থাকার সময় প্রথমবার এই খেতাব এনরিকে।
চলতি বছরে তার অধীনে ফরাসি ক্লাব পিএসজি মোট ৬টি ট্রফি (উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ, কাপ দ্য ফ্রান্স, ট্রফি দ্য চ্যাম্পিয়নস, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ) জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছে। এ জন্য তার সাথে আজীবনের জন্য চুক্তি করেছে পিএসজি।
ভোটের লড়াইয়ে এনরিকে এতটাই এগিয়ে ছিলেন যে, নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ব্যবধান ছিল বিশাল। ২২২ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা এনরিকের পেছনে দ্বিতীয় স্থানে আছেন ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির ইতালিয়ান কোচ এনজো মারেসকা (৬০ পয়েন্ট)। তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক (৫৭ পয়েন্ট)।
আন্তর্জাতিক ফুটবল ক্যাটাগরিতে দে লা ফুয়েন্তের অবস্থান ছিল জয়জয়কার। তার অধীনে ২০২৫ সালে স্পেন ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। ১৩৬ পয়েন্ট পেয়ে বর্ষসেরা হয়েছেন তিনি। এই তালিকায় ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উয়েফা নেশনস লিগজয়ী পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ। আর ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
জার্মানভিত্তিক এই প্রতিষ্ঠানটি ফুটবল বিশেষজ্ঞ এবং নির্বাচিত প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে প্রতি বছর ফুটবলে সেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।