অভিনেত্রী শ্রাবণী আর নেই

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

বিনোদন ডেস্ক: ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিচালক বাবু বণিক ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, আমরা অনেক দিনের বন্ধু। শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের দিকে নিমতলা শ্মশানে ওর শেষকৃত্য সম্পন্ন হবে।

শ্রাবণীর ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার জন্য সমাজমাধ্যমে সাহায্য চান ছেলে অচ্যুত আর্দশ। মায়ের চিকিৎসার জন্য ১২ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত।

‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো প্রতিটি ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছে। বড়পর্দাতেও তার কাজ প্রশংসিত হয়েছে। ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-এর মতো সিনেমায় তাকে দেখেছেন দর্শক। ‘সোহাগ চাঁদ’ শ্রাবণীর অভিনীত শেষ ধারাবাহিক।