জামালপুর সংবাদদাতা:
জামালপুরের মেলান্দহে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা ও পোস্টাল ভোটিং শীর্ষক আলোচনা সভা ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-ইউএনও জিন্নাতুল আরা।
বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা পোস্ট মাস্টার হাফিজা বেগম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
সভায় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, প্রবাসী, নির্বাচনী কাজে জড়িত, কারাবন্দিদের পোস্টাল ভোটিংএর আলোকপাত করা হয়।