স্টাফ রিপোর্টার:
বিএনপি’র চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (নিকডু) শিক্ষক সমিতি শোক বার্তা জানিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মশিউর আরিফিন (রুবেল) ও সহযোগী অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ কবির হাসান (পল্লব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন অবিচল ও সাহসী ভূমিকা রেখে গেছেন । কারাবরণ নির্যাতন ও অসুস্থতার মাঝেও কখনো আদর্শের প্রশ্নে আপস করেননি তিনি । তার ইন্তেকালের মাধ্যমে জাতি হারালো গণতন্ত্রের এক অবিনাশী প্রতীক। তিনি ছিলেন সমগ্র জাতির অভিভাবক, বিশ্বের ইতিহাসে এক অনন্য নেত্রী, তিনি আজীবন দেশকে ধারণ করেছেন, বলেছেন বাংলাদেশ আমার একমাত্র ঠিকানা দেশের জনগণ আমার সন্তান। কোন অবস্থায় দেশ ছেড়ে যাননি, জীবনের শেষ মুহূর্তে চিকিৎসার জন্য আপস করে দেশ ত্যাগ করেন নাই বেগম খালেদা জিয়া। শেষ পর্যন্ত দেশের মাটিতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন। আমরা শিক্ষক সমিতি নিকডুর সকল চিকিৎসকদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার আদর্শ ও সংগ্রামই আমাদের পথ নির্দেশনা।
এর সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৭ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এনআইসিভিডি, নিকডু, মানসিক শাখা ও শিক্ষক সমিতি,নিকডু। কোরআন খতম ও দোয়া আগামী সাতদিনব্যাপী চলমান থাকবে এবং শিক্ষক সমিতি,নিকডুর আয়োজনে মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হবে।