জাতির সংবাদ ডটকম।।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথ সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স পর্তুগালের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব বিন চমক উন্নয়নভিত্তিক অঙ্গীকারনামা প্রকাশ করেছেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান অগ্রাধিকার
মাহবুব বিন চমক তার ঘোষণায় বলেন, শিক্ষাকে উন্নয়নের মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এজন্য প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট স্কুল প্রকল্প, শিক্ষক প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং আধুনিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ইউনিয়ন নিরাপত্তা কমিটি গঠন, সিসিটিভি স্থাপন এবং নারী-শিশু সহিংসতা প্রতিরোধে বিশেষ হেল্প ডেস্ক গঠনের আশ্বাস দেন।
তিনি বলেন, যুবশক্তিকে কাজে লাগাতেই হবে। তাই কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ সহায়তা, বিদেশগামী শ্রমিকদের জন্য যথাযথ তথ্য সরবরাহ এবং কৃষি–মৎস্যক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হবে।
ইনসাফ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাই ন্যায়বিচার পাবে—এমন একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি ঘুষ–দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান।
স্বাস্থ্য, পরিবেশ ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের ঘোষণা
ঘোষিত অঙ্গীকারে ইউনিয়নে মানসম্মত স্বাস্থ্যসেবা, রাস্তা–ড্রেনেজ উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণের কথাও উল্লেখ করা হয়েছে।
‘আমি আপনাদেরই একজন’
শেষ বক্তব্যে মাহবুব বিন চমক বলেন—
“আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। দল-মত নির্বিশেষে সবার ভালোবাসা ও আস্থা নিয়ে একটি শিক্ষিত, নিরাপদ ও কর্মক্ষম ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
বর্তমানে তিনি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স পর্তুগালের প্রচার ও মিডিয়া সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।