সাপাহারে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য কল্যাণ সংগঠন’। সংগঠনের উদ্যোগে উপজেলার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুসলিম উদ্দীন, অবসরপ্রাপ্ত বিডিআর আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম ও আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে একটি করে কম্বল পেয়ে হাসি ফুটেছে উপস্থিত শতাধিক অসহায় মানুষের মুখে।