নীলাঞ্জনা
তুমি ভেসে যাওয়া আকাশ
মেঘ ভাংগা বৃষ্টি ।
তুমি সমুদ্র ,আছড়ে পড়া ঢেউ ,
তুমি হিমালয় , কাঞ্চনজঙ্ঘা
তুমি পাহাড় , অচল , অবিচল
তুমি দুরন্ত ঘূর্ণিঝড় ,
তুমি মহাকালের রেখাপাত
তুমি সূর্য, তুমি রোদ , তুমিই আলো
কখনো নিকষ কালো অন্ধকার !
কালো গহ্বর , কখনো ছায়াপথ ,
তুমি প্রেম , তুমি মোহ , তুমি মায়া ,
তুমি উড়ে যাওয়া পাখি ,
যার ঘরনেই , বাড়িনেই, সংসার নেই !
তুমি পৃথিবীর পান্থশালায় অবিরাম
হেঁটেচলা এক দুর্বার কালপুরুষ !