আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের বড় বড় স্বৈরশাসকরা যেমন অহংকারের চূড়ায় পৌঁছে পতনের স্বাদ পেয়েছে, ট্রাম্পের পরিণতিও তেমন হবে। চলমান জনবিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি স্পষ্ট জানান, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান মাথা নত করবে না। খবর দ্য ডনের।
ডোনাল্ড ট্রাম্পের পরিণতিও তাদের চেয়ে আলাদা হবে না বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে খামেনি মূলত দেশজুড়ে চলমান অস্থিরতা এবং এর পেছনে বিদেশি শক্তির ইন্ধন নিয়ে কথা বলেন।
বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করে খামেনি বলেন, ইরানে যারা নাশকতা চালাচ্ছে তারা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য কাজ করছে। ট্রাম্প যদি দেশ চালাতেই জানতেন, তবে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো আগে সমাধান করতেন।
খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের নাশকতাকারীর সামনে রাষ্ট্র মাথা নত করবে না। অস্থিরতা সৃষ্টিকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে অভিহিত করে তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না। একইসঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন এবং তাদের মিত্ররা ইরানকে অস্থিতিশীল করার জন্য সুপরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।