মো: মোহন আলী ।।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সবুজ বাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সবুজ বাংলা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের মহাসচিব মোঃ মাসুম পারভেজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিজয় কৃষ্ণশীল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা সংগঠনের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়,ঢাকা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা শহর ঢাকা কার্যক্রম-১ আবু নাইম মির্দা, মো দেলোয়ার হোসেন, সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক জোট। মো কাজী মেহেদী হাসান, সহ- সভাপতি (সবুজ বাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান) মোঃ এনামুল হক কার্যকারী সদস্য ( সবুজ বাংলা সমাজকল্যাণ সাংস্কৃতিক ও প্রতিষ্ঠান) সহ-সাধারণ সম্পাদক স্বপন বর্মন , কোষাধ্যক্ষ জসীম উদ্দিন, আলোকিত অতিথি – মো আসলাম পাঠান সদস্য সচিব ( সবুজ বাংলা সমাজকল্যাণ সাংস্কৃতিক ও প্রতিষ্ঠান) পরিচালনা পরিষদ ও উপদেষ্টা সকল সদস্য অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবুজ বাংলা সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান সর্বদা দুঃস্থ ,অসহায় ও নিপীড়িত মানুষের মাঝে সকলের সহযোগিতায় কাজ করে যাবে। এটাই তাদের মূল লক্ষ্য। উক্ত অনুষ্ঠানে সবুজ বাংলা সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এর মহাসচিব মোঃ মাসুম পারভেজ বক্তব্য রেখে বলেন সর্বকুলের সম্মিলিত প্রচেষ্টায় সবুজবাংলা সমাজকল্যাণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং দেশের সামাজিক সংগঠন শিল্পে আন্তর্জাতিক মানে পৌঁছাবে। সবুজবাংলা সমাজকল্যাণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান মানুষের আস্থার জন্য কাজ করাই আমাদের অঙ্গীকার—আজ এবং আগামীতেও। এছাড়াও অনুষ্ঠানে
প্রধান অতিথি আবু সাঈদ মোঃ কাওছার রহমান বক্তব্য রেখে বলেন সবুজবাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মহৎ ও মানবিক কার্যক্রমে সমাজসেবা সর্বদা তাদের পাশে থাকার প্রয়াস জানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকনির্দেশনায় প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করার অনুরোধও জানান তিনি। বিশেষ অতিথি কাজী মেহেদী হাসান তার বক্তব্যে বলেন সকলের ভালোবাসায় এবং পরিচালনা পরিষদের প্রচেষ্টায় সম্মিলিত সহযোগিতায় এই সংগঠন এগিয়ে যাচ্ছে, সভাপতি মোঃ মাসুম পারভেজ সভাপতিত্বের বক্তব্যে আরো বলেন যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সময় দিয়ে সংগঠনের শীতবস্ত্র উপহার আয়োজনকে সুন্দর সমৃদ্ধ করলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ । এবং প্রতিনিয়ত সামাজিক সেবামূলক সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস জানান।