স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর মিরপুর আনছার ক্যাম্প সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ অনুযায়ী) বিকেলে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-১৪ আসন বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) আব্দুর রাজ্জাক।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রতন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরপুর পিডব্লিউডি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তার রাজনৈতিক জীবন ছিল আপোষহীন সংগ্রামের ইতিহাস। তিনি দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপি অতীতেও যেমন ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। তার আত্মত্যাগ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপি নেতা আবুল বাশার ভুঁইয়া সবুজ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর রহমান, মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, সরদার মাহামুদ আলী, মুন্সি মুনির, সুজন মাতুব্বর, কালাম মিজি, জামাল সেন্টু, ওয়ার্ড যুবদলের সভাপতি মর্তুজা আলি মিলন, আছমা আক্তার, স্বেচ্ছাসেবক দলের সুমনসহ কর্মকর্তা-কর্মচারী আবাসনের সকল এলটিবৃন্দ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়