আবুল কাশেম জামালপুরঃ-
মাদারগঞ্জের বহুল আলোচিত সমবায় সমিতির গ্রাহকদের মাঝে আমানতকৃত টাকার বিনিময়ে জমির দলিল হাস্তান্তর করেন শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
সমবার জেলা সমবায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারী জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, মাদারগঞ্জ বিএসসি টিচার্স ফ্রেন্ড এসোসিয়েশনের সভাপতি ইমামুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ময়নাসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। এদিন মাদারগঞ্জ বিএসসি টিচার্স ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক রেজাউল করিম ময়না ৩০ লাখ টাকা মূল্যের পাঁচ শতাংশ এবং বজলুর রহমান নামে এক গ্রাহক ১৮ লাখ মূল্যে তিন শতাংশ জমির দলিল গ্রহণ করেন। গত ডিসেম্বর মাসের ১৯ তারিখে ৭২ লাখ টাকার জমির দলিল গ্রহণ করেন আট জন গ্রাহক।
শতদলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান আমাদের সমিতিতে মোট ২৫৭ কোটি টাকা আমানতের মধ্যে এ যাবৎ ৬৫ কোটি টাকা গ্রাহকদের মাঝে ফেরত দেয়া হয়েছে। সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে টাকা ফেরত দেই। তিনি বলেন আন্দোলন, মামলা, জেল, জুলুম এবং আমরা চরম হয়রানীর মধ্যে না থাকলে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত দুই বছরের মধ্যে আমরা গ্রাহকদের সমুদ্বয় টাকা ফেরত দিতে পারতাম। আমাদের কাছে গ্রাহকরা পাবেন ১৯২ কোটি টাকা আর আমাদের মোট সম্পদ আছে ১৯৪ কোটি টাকা। এখনো যদি গ্রাহক, আন্দোলনকারী এবং স্থানীয় প্রশাসন সহায়তা করে আগামী এক বছরের মধ্যে সব টাকা ফেরত দিতে পারবো।
টাকা ফেরত পাওয়া ৩৭ জন গ্রাহকের পক্ষে রেজাউল করিম ময়না বলেন আমরা বিশ্বাস করি সহযোগিতা করলে সকল গ্রাহক টাকা ফেরত পাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন স্থানীয় প্রশাসন এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ সাবরেজিস্ট্রি অফিসকে জমি বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকরা টাকা ফেরত পাবেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকেরুজ্জামান বলেন মাদারগঞ্জ থানায় রক্ষিত শতদল সমবায় সমিতির এক কোটি টাকা এবং আল আকাবার ৫০ লাখ টাকা রক্ষিত আছে। সবাই সমঝোতায় আসলে টাকা ফেরত দেয়া হবে। আমরা আশা করি গ্রাহকরা মালিক পক্ষের সাথে সহযোগিতা করে টাকা আদায়ের ব্যবস্থা করবেন।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান দলিল হস্তান্তর করতে গিয়ে বলেন আমরা মনে করি শতদলের মত অন্যান্য সমবায়ের মালিকরা গ্রাহকদের টাকা ফেরত দেয়ার উদ্যোগ নিবেন।