ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার সুফল পেলেন ভারতের এই তারকা ব্যাটার। প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কোহলি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে গত রোববার ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলার সৌজন্যেই মূলত রোহিতকে টপকে গেছেন কোহলি। ওয়ানডেতে সেটি ছিল তার টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান। এর মধ্যে দুটি সেঞ্চুরি।
এমন উড়ন্ত পারফরম্যান্সে ২০২১ সালের জুলাইয়ের পর আবার নাম্বার ওয়ান কোহলি। এ নিয়ে ১১ বার ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি।
সব মিলিয়ে ৮২৫ দিন এক নম্বরে থেকেছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।
আর সব মিলিয়ে দশম সর্বোচ্চ। এক নম্বরে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ভিভ রিচার্ডস ছিলেন ২ হাজার ৩০৬ দিন।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল। রোহিতকে তিন নম্বরে পাঠিয়ে কিউই পেস বোলিং অলরাউন্ডার এখন ব্যাটারদের র্যাঙ্কিংয়ের দুই নম্বরে।
এর বাইরে লোকেশ রাহুল ১ ধাপ এগিয়ে ১১তম, ডেভন কনওয়ে ৩ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন।
টেস্ট ব্যাটিংয়ে এক ধাপ করে এগিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। দুজন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে শীর্ষস্থান পাকাপোক্ত করেছেন।
বোলারদের তালিকায় তিন নম্বরে উঠেছেন মিচেল স্টার্ক।
এ ছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়েও সেরা পাঁচে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা।