ব্রাকসু নির্বাচন স্থগিত নিয়ে ক্ষোভ, ফেসবুকে শিবির সভাপতির প্রতিক্রিয়া

বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

 

বেরোবি প্রতিনিধি।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের স্থগিতাদেশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বেরোবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে সুমন সরকার লেখেন, “এ পর্যন্ত পাঁচবার তফসিল পরিবর্তন করা হয়েছে। নির্বাচন যদি দেওয়ারই ইচ্ছা না থাকে, তাহলে এ সকল নাটক কেন? শিক্ষার্থীদের অনশন, সময়, শ্রম, ফরমের টাকা, ডোপ টেস্টসহ কত কিছু অপচয় হলো—এর দায় কে নেবে?”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
আরেক অংশে তিনি উপাচার্য অধ্যাপক শওকত আলীর দায়িত্ব গ্রহণ নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, শিক্ষার্থীদের অনুভূতি ও দাবি উপেক্ষিত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এবং ভবিষ্যতে এর জবাব দেওয়া হবে।

জাতীয় নির্বাচনের কারণে ব্রাকসুর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ব্রাকসু নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের পর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।