স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইন, সংবিধান ও নাগরিক অধিকার এবং একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় ব্যারিস্টার নাজির আহমদ রচিত গ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সাবেক জেনারেল রেজিস্টার ইখতেদার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, এ্যাডভোকেট আশরাফুল করিম বাবু, ধ্রুবতারা প্রকাশনী প্রধান নির্বাহী আসাদুজ্জামান সরকার, ঢাকাস্থ সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম, এ্যাডভোকেট পারভেজ হোসেন,জুয়েল শেখ প্রমুখ।