খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর দোয়া মাহফিলে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়
কড়াইলবাসীর দোয়া মাহফিলে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান অংশগ্রহণ করেন।

রাজধানীর বনানীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক বিকেল ৪টার দিকে তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তারেক রহমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া মাহফিলে শরিক হন। কড়াইল বস্তি ও এর আশপাশের এলাকার হাজার হাজার মানুষ প্রিয় নেত্রীর আত্মার শান্তি কামনায় এই আয়োজনে অংশগ্রহণ করেন।

দীর্ঘ সময় ধরে চলা এই মোনাজাতে বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদান স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান উভয়েই অত্যন্ত বিনম্র চিত্তে মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও কড়াইল এলাকার সাধারণ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতি কড়াইলবাসীর যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান এই আয়োজনের জন্য কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবার সাথে অন্তরঙ্গ সময় কাটান।

মোনাজাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বনানী ও মহাখালী এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাহফিল শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।