নববর্ষ উদযাপন অনুষ্ঠানে অনুরাগের সকল পারফর্মারদের দিকনির্দেশনা

বুধবার, জানুয়ারি ২১, ২০২৬


জাতির সংবাদ ডটকম।।

‎ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

‎প্রধান আলোচক থাকবেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

‎রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি শামীম মাহমুদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, কবি এবিএম সোহেল রশিদ ও কবি জমির উদ্দিন মিলন। এতে স্বাগত বক্তৃতা করবেন মোস্তফা মতিহার।

‎অনুষ্ঠানকে আরো সাফল্যমন্ডিত ও সুশৃঙ্খলা বজায় রাখতে অনুরাগের সকল পারফর্মারদের দিকনির্দেশনা দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি-রুবিনা আলমগীর।


‎১. সবার ড্রেস & পারফরমেন্সে শালীনতা বজায় রাখার জন্য অনুরোধ রইলো।

‎২. কথাবার্তা আচার-ব্যবহারে সৌন্দর্য বজায় রাখার জন্য অনুরোধ রইলো।

‎৩. একদম আমাদের দেশীয় সংস্কৃতি। আমাদের দেশীয় গান-নাচ করার জন্য অনুরোধ রইলো। হিন্দি, ভারতের বাংলা গান-নাচ থেকে বিরত থাকার জন্য অনুরোধ রইলো।

‎৪. পারফরমেন্সের আগে অকারণে গ্ৰীনরুম থেকে বেড় হবেন না। অযথা অতিথি বা দর্শকদের সামনে ছুটাছুটি করবেন না।

‎৫. আপনাদের যদি কিছুর প্রয়োজন হয়। তবে অনুরাগের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানাবেন। উনারা আপনাদের হেল্প করবে।

‎৬. অনুরাগের আর্টিস্ট গ্ৰীনরুমে আর্টিস্ট ছাড়া প্রবেশ‌ সম্পূর্ণ ভাবে নিষেধ।

‎৭. সিরিয়ালের বাহিরে কেউ পারফরমেন্সের জন্য তারাহুরো করে ঝামেলা করবেন না।

‎৮. ব্যক্তিগত কোনো রেষারেষি প্রভাব। হলের ভিতরে বা অনুষ্ঠানের উপর ফেলবেন না। বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। সবাই নিজেদের মত খুব ভালো সময় কাটাবেন। এটাই অনুরোধ রইলো।

‎অতিথি শিল্পী বা তারকা শিল্পীদের কোনো সিরিয়াল বা নিয়মের প্রয়োজন নেই। উনাদেরকে তারকা বা সিনিয়ারিটির জন্য এই সম্মানটুকু আমরা সবাই জানাবো। সবার কাছে এই অনুরোধ রইলো।

‎ছবি বা ভিডিওর জন্য। অতিথি বা তারকা শিল্পীদের গায়ের উপর হেলে পড়া থেকে সবাই বিরত থাকবেন। অতিথি বা তারকা শিল্পীদের বিরক্ত করা থেকে সবাই বিরত থাকবেন। এই অনুরোধ রইলো।

‎ব্যানারে সবার ছবি দেয়া হয়নি। কারণ ব্যানার আগেই প্রিন্ট হয়ে গেছে। সুতরাং ছবি থাকা মানেই পারফর্মার আর না থাকা মানে পারফর্মার নয় তা নয়। এই বিষয়ে কেউ মন খারাপ করবেন না প্লিজ। অনুরাগের সব পারফর্মারই ভালোবাসার।

‎অনুরাগের সকল সদস্য বৃন্দ, পারফর্মার, উপস্থাপক-উপস্হাপিকি আপনারা অবশ্যই অতিথি ও তারকা শিল্পীদের আগে নির্দিষ্ট সময় মত উপস্থিত থাকবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইলো।