নিউরো সাইন্সেস ইনস্টিটিউটে খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন

বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস শাখা।

উক্ত অনুষ্ঠানের শুরুতে সকাল ১১ টায় হাসপাতালের জরুরি বিভাগে বেগম খালেদা জিয়ার নামে পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন। পরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডা, জহিরুল ইসলাম শাকিল, পরিচালক অধ্যাপক ডাঃ কাজী গিয়াস উদ্দিন আহমেদ, নিটোরের পরিচালক ও ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, যুগ্ম পরিচালক অধ্যাপক ডাঃ বদরুল আলম, ড্যাব ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস শাখার সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডাঃ রোস্তম আলী মধু , সহ সভাপতি ও শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: জালাল উদ্দিন রুমী , ডাঃ ফারুক আহমেদ, ডাঃ আবু সায়েম, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ বশীর আহমেদ খান হৃদয়, ডাঃ এ জে এম সাইফ উদ্দিন , ডাঃ ইয়ামিন শাহরিয়ার, ডাঃ সামছুল আরেফিন ,ডাঃ রহুল মুক্তাদির রঞ্জু, ডাঃ ইমরান সহ শেরে বাংলা নগর এলাকার অনেক হাসপাতালের পরিচালক এবং সহকারী পরিচালক বৃন্দ।