বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

ঢাকা–১৭ আসনের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সকালে নিয়মিত মর্নিং ওয়াকে অংশ নেওয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র নেতাকর্মীরা।
সকালে পার্কের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে ‘তারুণ্যের শক্তি’র সদস্যরা পার্কে আগত বিভিন্ন বয়সী মানুষের হাতে ফুল তুলে দেন এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পার্কে আগতরা এই সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় সাদরে গ্রহণ করেন এবং নানা মতামত ও পরামর্শ দেন।
গণসংযোগের অংশ হিসেবে ‘তারুণ্যের শক্তি’র সদস্যরা হেঁটে হেঁটে ঢাকা–১৭ আসনের ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনের জনগণের কাছে তারেক রহমানের পক্ষ থেকে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে ‘তারুণ্যের শক্তি’র আহ্বায়ক শওকত আজিজ বলেন,
“তারেক রহমান নির্বাচিত হলে এবং সারাদেশে বিএনপি বিজয়ী হলে ঢাকা–১৭ আসনবাসী কেবল একজন সংসদ সদস্যই পাবেন না, একজন প্রধানমন্ত্রী পাবেন। কেননা এই আসনে লড়ছেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী।”
গণসংযোগের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক সংযুক্ত ফুলের তোড়া বিতরণের মাধ্যমে ভোটারদের মাঝে তারেক রহমানের সালাম ও ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তরুণদের শক্তি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগমূলক কার্যক্রম গণতন্ত্রকে আরও সুদৃঢ় করে।
স্থানীয় বাসিন্দারাও এ সময় মতবিনিময়ে অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে এমন জনবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানান।
উক্ত প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ‘তারুণ্যের শক্তি’র ঢাকা–১৭ আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটির—
মুখপাত্র: ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী
সদস্যবৃন্দ: জাহিদুর রহমান, জিসান গুলজার, কামরুজ্জামান, নাফিস আবরার, তানভির আল ইসলাম, ব্যারিস্টার ওমর ফারুক তমাল ও জুবায়ের সিকদার প্রমুখ।