চীনের শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়াসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ঝাং ইউক্সিয়া ১৯৬৮ সালে পিপলস লিবারেশন আর্মিতে যোগ দেন। সম্প্রতি সামরিক কর্মকর্তাদের ওপর চলমান শৃঙ্খলা ও দুর্নীতি দমন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযান সামরিক বাহিনীকে সংস্কার করার পাশাপাশি চীনের নেতা শি জিনপিংয়ের প্রতি আনুগত্য নিশ্চিত করাও লক্ষ্য। শি ২০১২ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে ২ লাখেরও বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির দ্বারা একই কমিশনের আরেক সদস্য লিউ ঝেনলিকেও তদন্তের আওতায় আনা হয়েছে। লিউ কমিশনের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান।

বিবৃতিতে অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। গত অক্টোবরে কমিউনিস্ট পার্টি কমিটির অন্য উপপ্রধান হে ওয়েইডংকে বহিষ্কার করেছিল এবং তার স্থলাভিষিক্ত হিসাবে ঝাং শেংমিনকে নিয়োগ দেওয়া হয়।