মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন, ১০ দলীয় ঐক্য মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে সোয়া তিনি এ গণসংযোগ করেন।
উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের লাউলহরী গ্রামে সাবেক উপজেলা আমির মাওলানা আবদুল মজিদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এরপর ইউনিয়নের বিভিন্ন বাজারের তিনি গণসংযোগ করেন। এছাড়াও খিলা ইউনিয়নের সাতেস্বর, বাতাবাড়িয়া,তাহেরপুর, দিশাবন্দসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় ডঃ সরওয়ার ছিদ্দিকী বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময়, দোয়া ও দাঁড়ি পাল্লা মার্কা এবং হ্যাঁ ভোট চান।
গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনারা সমস্যায় জর্জরিত লাকসাম ও মনোহরগঞ্জকে মাদক-ঘুষ-দুর্নীতিমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি বলেন, আমরা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবো, সুশাসন প্রতিষ্ঠা করবো, ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলবো। মাদক নির্মূল, যানজট নিরসনসহ অত্র এলাকার সমস্যা সমূহের সমাধানে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, এনসিপি মনোহরগঞ্জ উপজেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।