ঘোড়াঘাট পৌর জিয়া পরিষদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

স্টাফ রিপোর্টার:

দিনাজপুর -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা এ জেড এম জাহিদ হোসেন এর নির্বাচনী মতবিনিময় সভা ঘোড়াঘাট বাজারে পৌর জিয়া পরিষদ এর সভাপতি আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন, তিনি আশা প্রকাশ করেন সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কাজ করবেন। সকলের সাথে থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন। তিনি বলেন, ডা জাহিদ একজন পরিক্ষিত জিয়ার সৈনিক, ঘোড়াঘাট ঐতিহ্যের জায়গা ঘোড়াঘাট থেকে এক সময় বাংলা শাসন হতো সেই হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য ডা জাহিদের মতো নেতৃত্ব প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুক্তার হোসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ, সদস্য বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, খোরশেদ আলম, মনির হোসেন,মহিউদ্দিন,দিনাজপুর জেলা জিয়া পরিষদ এর সহ সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আলমগীর, বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর ও রংপুর জেলা জিয়া পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ঘোড়াঘাট থানা ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।