-
জাতির সংবাদ ডটকম।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আদাবর থানা শিক্ষক–কর্মচারী ঐক্যজোট এর উদ্যোগে নবোদয় হাউজিং এলাকার অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা–১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এর পক্ষে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষক সমাজ।
সভায় সভাপতিত্ব করেন ড. এম এস জামান। তিনি বলেন,
“শিক্ষক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় প্রয়োজন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ববি হাজ্জাজ এর পক্ষে কাজ করবো।”
তিনি আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নিরাপদ শিক্ষার পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিবর্তনের বিকল্প নেই।
সভায় শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন হাসিনা আক্তার, মুস্তাফিজুর রহমান মুজাহিদ, নূর আক্তার ডলি, মো. আলমগীর হোসেন, মো. আবু সাঈদ, লুৎফুর নাহার ও তানজিল রহমান আলী। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা খাতে নানা সংকট বিরাজ করছে। শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় দায়িত্বশীল নেতৃত্ব দরকার। তাই তারা ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
সুধী সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা ও এস এম মোমো। তারা বলেন,
“শিক্ষকরাই সমাজের আলোকবর্তিকা। তাদের অংশগ্রহণ নির্বাচনে ইতিবাচক পরিবর্তন আনবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিশা পাবে এবং ঢাকা–১৩ আসনে ববি হাজ্জাজ বিজয় উন্নয়নের পথ খুলে দেবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষক সমাজ ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকরা এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
স্থানীয়দের মতে, শিক্ষক সমাজের এই উদ্যোগ ঢাকা–১৩ আসনের নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।