বেরোবি প্রতিনিধি।।
নারীদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে বেরোবি শিক্ষার্থী পরিষদ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেরোবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত জামায়াতের নারী কর্মীদের ‘ভূতের মতো’ বলে মন্তব্য করেছেন, যা নারীদের প্রতি অবমাননাকর এবং সামাজিক শিষ্টাচারবিরোধী। তারা অভিযুক্ত ছাত্রনেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিমি বলেন,
“সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে, আমাদেরই ক্যাম্পাসের একজন ছাত্রনেতা নারীদের পর্দাকে ভূতের সঙ্গে তুলনা করেছেন। একজন সচেতন নারী শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় নারীদের প্রতি যে অবমাননাকর আচরণ হচ্ছে, সেটিও আমাদের উদ্বিগ্ন করে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হালিমা বরনি বলেন,
“আমরাও অনেকেই হিজাব-নিকাব পরি। তাই এমন মন্তব্য শুধু নির্দিষ্ট কাউকে নয়, বরং আমাদের সবার প্রতি অবমাননা। আমরা চাই, সংশ্লিষ্ট ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চাইবেন।”
আরেক শিক্ষার্থী শিবলী সাদিক বলেন,
“হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অনুশীলনের অংশ। এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদার পরিপন্থী। আমরা এর ন্যায়বিচার চাই।”