ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে ভিসা দিলো না অস্ট্রেলিয়া

বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া বলছে, ঘৃণা ছড়াবে এমন দর্শনার্থীদের তারা গ্রহণ করবে না। খবর এএফপির।

স্যামি ইয়াহূদ নামের ওই ইনফ্লুয়েন্সার সামাজিক মাধ্যমে ইসলামকে ‌‘ঘৃণ্য মতাদর্শ’ বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার জানিয়েছেন, ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার তিন ঘন্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কও খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত সোমবার সন্ধ্যায় তিনি স্যামির ভিসা বাতিল করেছেন। তার মতে, কাউকে বিদ্বেষ ছড়াতে আসার জন্য ভিসা দেওয়াটা ঠিক নয়।

টনি বার্ক আরও বলেন, “যদি কেউ অস্ট্রেলিয়ায় আসতে চায়, তবে তাদের সঠিক ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক কারণে আসতে হবে।”

গত ৬ নভেম্বর স্যামি ইয়াহুদ স্যামি ইয়াহুদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসলামবিদ্বেষী কথা উল্লেখ করে বলেন, “যারা আমাদের প্রতি সহনশীল নয়, তাদের প্রতি সহনশীল হওয়া বন্ধ করার সময় এসেছে।”

স্যামি ইয়াহুদ যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন। সম্প্রতি তিনি ইসরায়েলে চলে যান। ইসরায়েলি সংবাদমাদ্যম হারেৎজের প্রতিবেদনে স্যামিকে ব্রিটিশ বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান জিউয়িশ অ্যাসোসিয়েশন (এজিএ) ইয়াহুদের ভিসা বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলেছে, বড় বড় সিনাগগে এজিএ আয়োজিত অনুষ্ঠানে স্যামি ইয়াহুদের বক্তব্য দেওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়ায় আরও কিছু সংগঠনেও তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

এক্সে দেওয়া এক পোস্টে এজিএ লিখেছে, বন্ডাই সমুদ্রসৈকতে হামলার ঘটনার পর ইহুদি সম্প্রদায়কে সুরক্ষা-সংক্রান্ত চিন্তাভাবনার চেয়ে সম্প্রতি টনি বার্কের ভিসা বাতিলের ক্ষমতা বেড়েছে।