বাবুল আকতার, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার উপজেলার সদর এলাকার রাস্তাগুলোতে প্রতিদিন দেখা মেলে একটি সুসজ্জিত বাইসাইকেলের। সেই সাইকেলের ক্যারিয়ারে সাজানো সিঙ্গাড়া, পিয়াজু, বিস্কুট, কেক আর একপাশে ঝুলছে চা তৈরির সরঞ্জাম। সাইকেলের টুংটাং বেল আর রঘুনাথ মহন্তর হাসিমুখ—এই দুইয়ে মিলে জমে ওঠে তার ভ্রাম্যমাণ ব্যবসা। সামান্য পুঁজি আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে রঘুনাথ মহন্ত আজ কেবল স্বাবলম্বীই নন, বরং সমাজের বেকার যুবকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সাপাহার উপজেলা সদরের জয়পুর মাস্টার পাড়ার বাসিন্দা রঘুনাথ মহন্ত। অনেকের কাছে তিনি ঠাকুর দা হিসেবেও পরিচিত। অভাব-অনটনের সংসারে একসময় দিশেহারা হয়ে পড়লেও হার মানেননি তিনি। দীর্ঘ ৫ বছর ধরে তিনি বাইসাইকেলে করে ভ্রাম্যমাণ এই দোকান নিয়ে উপজেলা সদরের অলিগলি ঘুরে বেড়ান। জীবিকা নির্বাহের তাগিদে শুরু করা এই ক্ষুদ্র ব্যবসাই আজ তাকে এনে দিয়েছে সচ্ছলতা ও সম্মান।
রঘুনাথের এই ব্যবসায় অন্যতম শক্তি তার জীবনসঙ্গিনী। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে তার সহধর্মীনি নিজ হাতে তৈরি করেন গরম গরম সিঙ্গাড়া ও পিয়াজু। বাড়ির কাজ সামলে স্বামীর ব্যবসায় এই সহযোগিতা রঘুনাথের পথচলাকে অনেক সহজ করে দিয়েছে।
ব্যবসায়িক হিসাব নিয়ে রঘুনাথ জানান, প্রতিদিন তার ভ্রাম্যমাণ দোকানে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে দিনে তার লাভ থাকে ৫০০ থেকে ৭০০ টাকা। মাস শেষে এই আয় দিয়ে তিনি পরিবার নিয়ে অত্যন্ত সুখে ও শান্তিতে দিন কাটাচ্ছেন। রঘুনাথ বলেন, “ব্যবসা ছোট না বড়, সেটা বড় কথা নয়। সততা আর পরিশ্রম থাকলে সামান্য পুঁজি দিয়েও ভালো থাকা সম্ভব। আমি এখন পরিবার নিয়ে অনেক খুশি।”
এলাকাবাসীর কাছে রঘুনাথ এখন অতি পরিচিত মুখ। ভ্যান চালক থেকে শুরু করে অফিসগামী যাত্রী—সবাই তার ভ্রাম্যমাণ দোকানের ক্রেতা। পরিষ্কার-পরিচ্ছন্নতা আর খাবারের স্বাদের কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। স্থানীয়রা বলছেন, জীবন চালানোর জন্য রঘুনাথের এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনেকে মনে করেন, চাকরির পেছনে না ছুটে রঘুনাথের মতো স্বল্প পুঁজিতে এমন ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া সমাজের বেকারত্ব দূর করতে বড় ভূমিকা রাখতে পারে।
সঠিক লক্ষ্য আর কঠোর পরিশ্রম যে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, রঘুনাথ মহন্ত তার জীবন্ত প্রমাণ। সমাজের চোখে তিনি আজ কেবল একজন বিক্রেতা নন, বরং এক সফল উদ্যোক্তা এবং লড়াই করে বেঁচে থাকার এক অনুপ্রেরণার নাম।