চলমান সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের প্রতিবাদে নয়াগণতান্ত্রিক গণমোর্চার আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া -ইউক্রেন গণবিরোধী যুদ্ধের (প্রকৃতপক্ষে রুশ-মার্কিন যুদ্ধ) এক বছর সম্পূর্ণ হল। পৃথিবীব্যাপী চলমান সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের স্মারক হিসেবে সারা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী শক্তি, ব্যক্তি ও সংগঠনসমূহ ২৪-২৫ ফেব্রুয়ারি এই দুই দিনকে পৃথিবীব্যাপী “সাম্রাজ্যবাদী যুদ্ধ বিরোধী দিবস” হিসেবে পালন করেছে। আমাদের সংগঠন অন্যায় যুদ্ধের প্রতিবাদমূলক কর্মসূচিতে সমর্থন জানিয়ে আজ “সাম্রাজ্যবাদী যুদ্ধ বিরোধী দিবস” পালন করেছে। নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য্যের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মুহাম্মদ, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, লেখক, বুদ্ধিজীবী সৈয়দ আবুল কালাম এবং কবিতা আবৃত্তি করেন শহিদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরী। বক্তাগণ বলেন, বিশ্বব্যাপী চলমান বাজার দখলের অন্যায় যুদ্ধে বিশ্ব জনগণের কোন স্বার্থ নেই। যুদ্ধের প্রভাবে জনজীবনে সংকট তীব্র হচ্ছে। এই যুদ্ধকে বিরোধিতা করতে হবে এবং বিশ্বব্যাপী এর প্রতিবাদে সোচ্চার হতে হবে।