বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন হতে হবে

শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, বাংলাদেশের সব ধরনের প্রাণির রেড লিস্ট হালনাগাদের উদ্দেশ্য হলো ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। সেই কাজটি করা না গেলে তালিকা প্রণয়ন করা অর্থহীন। তিনি বলেন, সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে।

গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ান হাসান বলেন, বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত ও কৌশলগত সংরক্ষণ উদ্যোগ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব ধরনের প্রাণীর রেড লিস্ট হালনাগাদের উদ্দেশ্য হলো ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। সেই কাজটি করা না গেলে তালিকা প্রণয়ন করা অর্থহীন।

সূত্র : বাসস।