জাতির সংবাদ ডটকম।।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা অধীনস্থ সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তানভীর, সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন, জলদী হোসানিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মাহি, গন্ডামারা ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হক রাকিব এবং বাঁশখালী উপজেলা ছাত্রদলের কর্মী যথাক্রমে মোহাম্মদ আমিন, দিলদার হোসেন রানা, মোহাম্মদ ওয়াহেদকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ আজ উল্লেখিত সিদ্ধান্ত অনুমোদন করেন। এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করেছেন।