সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা :
সাঁথিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পৌরমেয়র মাহবুবুল আলম বাচ্চু, আওয়ামী লীগ নেতা বরিউল করিম হিরু, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।